sliderস্থানীয়

যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা দ্রুত নির্বাচন চায় : ভিপি নুর

পটুয়াখালী প্রতিনিধি: যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে দ্রুত নির্বাচন চায়’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত ‌‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্খার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে সেজন্যই চাঁদাবাজ-মাফিয়ারা দ্রুত নির্বাচন চায়।’

ভিপি নুর বলেন, ‘বতর্মান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে।’

রাষ্ট্র, প্রশাসন, আইনশৃংঙ্খলা, নির্বাচন কমিশন সংস্কারসহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে বলেও মন্তব্য করেন নুরুল হক নুর।

অন্তবর্তী সরকারকে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি, তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। যেন ফ্যাসিবাদ আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি, জামায়াতসহ আমাদের এক থাকতে হবে।’

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা কার্যালয়ের পাশের এলাকায় জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মুন্নার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শহিদুল ইসলাম, উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সম্পাদক কৃষিবিদ মো: শহিদুল ইসলাম ফাহিম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মো: নাজিম উদ্দিন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মো: রাশেদুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো: হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রোমান, সহ-সভাপতি মহিববুল্লাহ এ্যানি, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো: মহসীন মৃধা প্রমুখ।

এ সময় নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন দের নেতৃত্বে ১০০ হিন্দু পরিবার ভিপি নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button