sliderস্থানীয়

যশোরে ৬ হাজার ভারতীয় চশমা উদ্ধার, গ্রেফতার-১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিচ ভারতীয় চাশমাসহ জসিম উদ্দিন ওরফে ঝাল জসিম (৩৫) কে সীমান্তবর্তী চৌগাছা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জসিম যশোর জেলার চৌগাছা থানার পশ্চিম পাড়ার রেজাউল ইসলামের ছেলে।
ঘটনা বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চৌগাছা থানাধীন মাদ্রাসা রোডস্থ নুর আলী মৃধা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোরাকারবারি জসিম উদ্দিনকে ৬ হাজার পিচ ভারতীয় চশমাসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত চশমার আনুমানিক বাজারমূল্য ২৪,০০,০০০/= (চব্বিশ লক্ষ) টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই সোলায়মান আক্কাস বলেন, চোরাচালানরোধে সীমান্তবর্তী জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান।
এ সংক্রান্ত বিষয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button