sliderস্থানীয়

যশোরে ৬ দফা দাবিতে রেলপথ অবরোধের ঘোষণা

স্বীকৃতি বিশ্বাস, যশোর: পদ্মাসেতু রেল প্রকল্পে বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে ২টি টেন চালু করাসহ ৬ দফা দাবি যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি সংবাদ সম্মেলন করে।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় রেল ষ্টেশন প্লাটফর্মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ়ঠনের সদস্য সচিব ইঞ্জিঃ রুহুল আমিন। পদ্মাসেতু রেল প্রকল্পে বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে ২টি টেন চালু করাসহ ৬ দফা দাবি বাস্তবায়িত না হলে ০৩ ডিসেম্বর রেলপথ অবরোধের ঘোষণা দেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু, এড আমিনুর রহমান হিরু, ফারাজি আহম্মেদ সাঈদ বুলবুল। এসময় আরো উপস্থিত ছিলেন এড আবুল হোসেন, এড মাহমুদ হাসান বুলু, নাজিমউদ্দীন, খন্দকার আজিজুল হক মনি, ইঞ্জিঃ আবু হাসান, মাহমুদ রিবন, অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ নাসির আহমেদ সেফাড, হাবিবুর রহমান মিলন, শেখ আলাউদ্দিন, নওরোজ আলম খান চপল, শামিম হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button