স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ”বিশ্ব তামাকমুক্ত দিবস” উপলক্ষে পোফ স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. প্রশান্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিউল ইসলাম ছাড়াও শতাধিক লোক এ অবস্থান কর্মসূচীতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. প্রশান্ত দেবনাথ আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধির জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বিশেষ অতিথি জামিউল ইসলাম বলেন, নারী ও শিশুরা অধুমপায়ী হয়েও সেকেন্ডারী স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। পাবলিক প্লেসে এখন ধুমপান বন্ধ হয়নি। আইন আছে প্রয়োগ নাই।
সভাপতি ও পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান বলেন, সরকার ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এব্যাপারে তরুনদের এগিয়ে আসতে হবে। সর্বোপরি নির্বাচনের সময় কোন প্রার্থী যেন প্রচারনায় তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার না করতে পারে সে জন্য আইন করতে হবে।