
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৩টি বার্মিজ চাকুসহ ৪ জন চিহ্নিত ছিনতাইকারী মোঃ মামুন (২৭), আব্দুল হামিদ(৩০), রিপন(২৩) ও মোঃ মেহেদী হাসান রাজবাবু(২৩) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মামুন কোতোয়ালি মডেল থানার বালিয়াডাঙ্গা মাঠপাড়ার মোঃ জিএম কাওছারের, আব্দুল হামিদ একই থানার হামিদপুর চাঁনপাড়ার হাসান মোল্লার, রিপন বারান্দীপাড়া ফুলতলার আহম্মদ আলীর ও মেহেদী হাসান বারান্দীপাড়া কবরস্থানের শরীফুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী,যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী মডেল থানাধীন যশোর টু নড়াইল মহাসড়কের নীল গঞ্জ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ০৩টি বার্মিজ চাকুসহ উল্লেখিত ৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৩টা মাদক মামলা, ০৩টা চুরি মামলা, ০১টা অস্ত্র মামলা, ০১টা বিস্ফোরক মামলাসহ মোট ০৮টা মামলা রয়েছে। ২নং আসামীর বিরুদ্ধে ০২টা বিস্ফোরক মামলা রয়েছে। ৩নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৩টা মাদক মামলা, ০২টা ডাকাতি মামলাসহ মোট ০৯টা মামলা রয়েছে।
সংক্রান্ত বিষয়ে এএসআই মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।