sliderস্থানীয়

যশোরে পুলিশের পোশাকসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোরসহ আশেপাশে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যশোর ডিবি পুলিশ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করে এবং ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশ রিফলেকটিং ভেস্ট, চাকু ও ছিনতাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

গতকাল বুধবার রাতে তাদেরকে আলাদা আলাদা অভিযানে খুলনা-যশোর থেকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের হাসান হোসেন মোল্লার ছেলে বর্তমানে খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাগর হোসেন রাজ, খুলনার দিঘলিয়া উপজেলার মাঝিগাতি গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে বর্তমানে সোনাডাঙ্গার বাসিন্দা মিথুন বিশ্বাস ও বাগেরহাটের রামপাল উপজেলার শোগুনা গ্রামের বিমল কৃষ্ণ পালের ছেলে বর্তমানে খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। পুলিশ বলছে তাদের অন্যতম সহযোগি মহুরি পরিচয়দানকারী মাসুদ নামের এক যুবক পালিয়েছে।

ডিবি পুলিশ জানায় মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই খান মাইদুল ইসলাম রাজিব গোপন সূত্রে জানতে খবর পেয়ে যশোর শহরের জজ কোর্ট মোড়ের ম্যাক্স কোচিং সেন্টারের সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশ সাগর হোসেন রাজ এবং মিথুন বিশ্বাসকে আটক করে। পরে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আরেক সহযোগী সুশীল কুমার পালসহ অন্যরা পুলিশ পরিচয়ে বরিশাল থেকে নাম্বার বিহীন লাল কালো রঙের ১টি বাজাজ ডিসকভার মোটরসাইকেল, ফরিদপুরের মধুখালী থেকে রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের ১টি বাজাজ পালসার মোটরসাইকেল ও মাগুরা থেকে রেজিস্ট্রেশন বিহীন ১টি ইয়াহামা মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসেট ছিনতাই করে এনেছেন। ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে এবং অপর ১টি মোটরসাইকেল খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় রাখা আছে। এছাড়া যশোরের তাদের সহায়তাকারী জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টার ভবনের নিচতলায় মহুরি মাসুদের চেম্বারে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট ও ১টি চাকু রেখে দিয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল জব্দ এবং পরে মাসুদ মহুরির চেম্বারে তল্লাশি চালিয়ে ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট, ১টি চাকু ও ১টি এন্ডোয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। সূত্র জানায়, পরদিন বুধবার সকাল ৭টায় আটক দুই জনের স্বীকারোক্তিতে খুলনার রুপসার ইস্পাহানি গলি থেকে তাদের সহযোগী সুশীল কুমার পালকে আটক করা হয়। পরে আটক ৩ জনের স্বীকারোক্তিতে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার লেবার অফিসের সামনে থেকে ছিনতাইকৃত অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গত ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে যশোর জেলার বাঘারপাড়াসহ কয়েকটি স্থানে পুলিশ পরিচয় ও ডাকাতির ঘটনা ঘটে। যশোর ডিবি পুলিশ মনে করছে আটককৃতরা এসব অপরাধ সংঘটিত করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button