sliderস্থানীয়

যশোরে ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন পৌরসভার রেলগেট এলাকা থেকে ২শত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী জোসনা বেগম (৪৪) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জোসনা বেগম যশোর রেলগেট এলাকার
শহিদুল ইসলাম ওরফে ডাক্তারের স্ত্রী।

ঘটনার বিবরণ অনুযায়ী, আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান, এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা পৌরসভাস্থ রেলগেট পশ্চিমপাড়া থেকে ২ শত ৫০ পিচ ইয়াবা ট্যানলেটসহ জোসনা বেগমকে গ্রেফার করে।
উল্লেখ্য,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে এসআই কাজী আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর কোতোয়ালি থানাধীন রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী জোসনা বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button