sliderস্থানীয়

যশোরে আহত গৃহবধূ হাসপাতালে ভর্তি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলার চলশিয়া ইউনিয়নের আন্ধার গ্রামের অনুপম সরকারের স্ত্রী গৃহবধূ কুহেলী মন্ডল (২১) কে শ্বশুর-শ্বাশুড়ী ও ননদ মিলে গন্ডগোলের এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে মাথায় আঘাত করে।

ঘটনাটি ঘটেছে গতকাল (৩০ আগষ্ট) সন্ধ্যায় অভয়নগর উপজেলার আন্ধার গ্রামে।
কুহেলীর মা পারুল মন্ডল বলেন, আমার মেয়ে কুহেলীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় অনুপম সরকারের । কিন্তু আমার মেয়ের গায়ের রং কালো হওয়ায় অনুপমের বাবা আন্ধার গ্রামের যতীন সরকারের ছেলে শিবু পদ সরকার (৫৫), শ্বাশুড়ী কানন সরকার(৪৫) ও মেয়ে কাকলী সরকার মিলে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে। কিন্তু তারপরও অনুপমের মুখের দিকে তাকিয়ে আমার মেয়ে ২ বছর যাবত সংসার করছে। কিন্তু দিনদিন অত্যাচার ও নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে।সর্বশেষ গতকাল সন্ধ্যায় ঝাগড়ার একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে শ্বশুর ধারালো কাঁচি দিয়ে আঘাত করলে মাথায় লাগে। এ অবস্থায় স্বামী অনুপম মুমুর্ষ অবস্থায় আমাদের গ্রামের বাড়ি পাড়িয়ালি গ্রামে আনলে রাতেই মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান হয়।
উল্লেখিত ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Back to top button