
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় থানার আলোকদিয়া চরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। একইসঙ্গে ৬ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন— মো. হোসেন, আবু তালেব, মো. সাইদুল খান, মো. ইমাম হোসাইন, মো. সামাদ শেখ, মো. মুতছালিন বাহাদুর।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মো. মাসুদ রানা নেতৃত্বে একটি দল বিকেল ৩টার দিকে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি ড্রেজারসহ ৬ জনকে আটক করেন। জব্দকৃত দুটি ড্রেজারের মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমরান মাহমুদ তুহিন জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলার রুজু হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।