Uncategorized
যমুনায় নৌকাডুবির ঘটনায় ১২ লাশ উদ্ধার, নিখোঁজ ৬

সিরাজগঞ্জের যমুনা নদীতে মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় শুক্রবার দুপুরে কাঁঠালবাড়ি ও বিকালে খাস কাউলিয়া থেকে আরো দুজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে মোট ১২ জনের লাশ উদ্ধার করা হলো। তবে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ ছয়জন নিখোঁজ রয়েছেন।
সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, শুক্রবার দুপুরে ও বিকালে উল্লেখিত এলাকায় নদীতে ভাসমান লাশ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
গত ২৬ মে মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫২ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে শিশুসহ দুজন ও খাস কাউলিয়ার চর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ইউএনবি