সোহেল রানা,দৌলতপুর মানিকগঞ্জ : যমুনার তীরে মায়লা আবর্জনায় আটকে থাকা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর দেড় টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর থানা এলাকার বাঘুটিয়ার চর থেকে লাশটি দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে পাটুরিয়া নৌ-থানা পুলিশ। উজান থেকে ¯্রােতে ভেসে আসা অনুমান ৫/৭ দিন আগের ২২/২৩ বছর বয়সের ঐ যুবকের শরীরে লাল গেঞ্জি আর কালো রংয়ের ট্রাউজার পরিহিত ছিল। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া নৌ-থানার ওসি মোঃ আবু বকর ছিদ্দীক।