মানিকগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের সময় বালু সিন্ডিকেটের ৪ সদস্যকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শিবালয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়জ উদ্দিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারা হলো নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িপাড়া গ্রামের হারুন জমাদ্দারের ছেলে মোঃ লিটন জমাদ্দার (৩০), ও দাউদ মোল্লার ছেলে নূর মোহাম্মদ মোল্লা (৩৬), শিবালয় উপজেলার অন্বয়পুর গ্রামের হানিফ মল্লিক এর ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম (৩৭) ও শফিকুল ইসলাম এর ছেলে রুবেল আহমেদ (৩৫)।
প্রচলিত আইন অমান্য করে পদ্মা যমুনার মোহনা উচ্চ ক্ষমতা সম্পন্ন কাটার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্তদের ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শিবালয় সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজ উদ্দিন জানান, পদ্মা যমুনায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সাংবাদিক আবুল কালাম আজাদ সেন্টুসহ গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।