সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : যত্রতত্র ফিজিও থেরাপি সেন্টার গড়ে উঠলে তা বন্ধে অভিযান চলবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এম.পি) ।
বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর ) সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’র রেডওয়ে হলে বিশ্ব ফিজিও থেরাপি দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো অস্টিও-আর্থাইটিস।
মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য কেন্দ্রে সম্প্রতি অনেক অভিযান চলছে । ফিজিও থেরাপি সেন্টারগুলো যদি যত্রতত্র হয় আর তা সরকারের নজরে আসে তাহলে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোঃ সোহরাব হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।