খেলা

ম্যাকগ্রা ব্রেটলিকে ছাড়িয়ে যাবেন স্টার্ক-ম্যাককালাম

অসি পেসার মিচেল স্টার্কের ভূয়শী প্রশংসা করলেন সাবেক কিউই হার্ড হিটার ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক এই অধিনায়ক বলেন, ‘স্টার্কের সামর্থ্য আছে ক্রিকেটের সেরা ফাস্ট বোলার হওয়ার এবং ব্রেট লি, ম্যাকগ্রাকেও পেছনে ফেলবে সে’।

‘বাজ’কে দিয়েই স্ট্রার্কের টেস্ট ক্রিকেটের উইকেটে হাতেখড়ি। আবার ২০১৫ বিশ্বকাপ ফাইনালেও স্টার্কের কাছেই উইকেট দিয়ে আসেন তিনি, যাকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় বাধা মনে করতেন ক্লার্ক বাহিনী। ম্যাককলাম বলেন, ‘আমি এটি কখনও অস্বীকার করবনা, গত বছর বিশ্বকাপে স্টার্ককে খেলা অনেক কঠিন ছিল, আর ফাইনালে তো তাকে খেলতে আমার আরও বেশি অসুবিধা হয়েছিল। আমার জন্য একটু বেশীই কঠিন ছিল সে’।

‘সে যদি তার বোলিংয়ের ধারা অব্যাহত রাখতে পারে তবে নিশ্চয়ই সে সেরাদের তালিকায় জায়গা করে নেবে। ঠিক যেভাবে মিচেল জনসন ১৩ বছর ধরে বল করেছে, কিংবা ব্রেট লি অথবা ম্যাকগ্রা। এমনকি জিমি অ্যান্ডারসনও বল হাতে এখনও সফল।

মিচেল অনেক প্রতিভাবান, কিন্তু বাকি বোলাররা (লি, জনসন, ম্যাকগ্রা, অ্যান্ডারসন) ক্রিকেটে বেশী সময় ধরে নিজের আসন ধরে রেখেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button