sliderস্থানীয়

মৌলভীবাজার ক্রিকেট বলের টুর্নামেন্ট সিপিএম সিজন ১১ এর প্লেয়ার ড্রাফটে অনুষ্ঠিত

তরফদার মামুন,মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ ক্রিকেট বলের টুর্নামেন্ট সিপিএএম সিজন ১১ এর প্লেয়ার ড্রাফটে অনুষ্ঠিত হয় টি ভিলা লাক্সারি রিসোর্টে উক্ত অনুষ্ঠানে এম সৌদ আল সুফিয়ান সাগর ও রেজওয়ান রহমান সঞ্চচালনা সিপিএএমের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজুর রহমান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সভাপতি মিছবাহুর রহমান,উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক বদরুল আলম, মৌলভীবাজার জেলায় ক্রিড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক সিপিএমের উপদেষ্টা মাহবুব ইজদানী ইমরান, বিএসএ সভাপতি, সিপিএমের উপদেষ্টা আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলার প্যানেল মেয়র সিপিএএমের উপদেষ্টা নাহিদ আহমেদ,
সিপিএম এর উপদেষ্টা রাসেল আহমদ জেলা কোচ ও সিলেট স্ট্রাইকার্সের ফিল্ডিং কোচ,
বিলাস এর স্বত্বাধীকারী সুয়াদ আহমদ, সুহাগ
ড্রিমজের পরিচালক শেফুল আহমদ (সাবেক ইউপি চেয়ারম্যান),সিপিএম এস সাবেক সভাপতি শাহারিয়ার মোস্তফা তামিম, সিপিএএমের সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক গাজী আবেদ, সদস্য সচিব হানিফ খান নিয়াজ, উক্ত টুর্নামেন্ট আটটি দল অংশগ্রহন করবে উক্ত টুর্নামেন্টের স্পনসার সোহাগ ড্রির্মস, টুর্ণামেন্ট পাওয়ার্ড বাই ক্রিকেটার্স মৌলভীবাজার লন্ডন (সি এম এল), প্লেয়ার ড্রাফট স্পন্সর বাই বিলাস,টি ভিলা লাক্সারি রিসোর্ট।

Related Articles

Leave a Reply

Back to top button