মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক বাড়ির গোয়ালঘর থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (৯ জুন) দুপুর ২টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের হাসান মিয়ার গোয়ালঘরের তীর থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, দুপুরে আমাদের কাছে খবর আসে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়িতে হাসান মিয়ার গরুর ঘরে তীরের সাথে একটি ১৩ ফুট লম্বা অজগর। পরে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগগের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি সুস্থ থাকায় সন্ধ্যায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।