
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: শনিবার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন মিলনায়তনে মোহনা টিভির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়। মোহনা টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ শাহাবুদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান,মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম বার ও দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি মোঃ হানিফ খান, সাংবাদিক আব্দুল করিম সরকার ও সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন। অনুষ্ঠানটি দুই পর্বে সঞ্চালনা করেন হোসেইন মোহাম্মদ দিদার ও আবু তাহের নয়ন।