sliderস্থানীয়

মোহনপুরে মদ্যপান অবস্থায় আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ তিন মাদক সেবনকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নওগাঁ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, কেশরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর আপন ছোট ভাই আজাহার আলী (৪২), নওগাঁ গ্রামের মৃত আশকান আলীর ছেলে আশরাফ আলী (৪৪), মৃত মফি মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ মে রাত ১০ টার দিকে কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের পূর্বপাড়া বিলের পাশে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় আজাহার, আশরাফ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, মাদক সেবন অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। ৩ মে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button