ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রলোভন দিয়ে মোবাইল ফোনে ডেকে পরিত্যাক্ত একটি
ভিটায় নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার ভোরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ^রী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ধামরাইয়ের নান্দেশ^রী গ্রামের আব্দুর রহিমের ছেলে নুর মোহাম্মদ (৩৫) ও আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৮)।
পুলিশ ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, নান্দেশ^রী এলাকার নুর মোহাম্মদ ধামরাই পৌরসভার তালতলা সাদা মাঠ মহল্লার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শনিবার সন্ধ্যায় বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে মোবাইল ফোনে ডেকে নান্দেশ^রী এলাকার একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে যায় নুর মোহাম্মদ। এরপর নুর মোহাম্মদ ও তার বন্ধু মোস্তফাসহ ৫ জন মুখ বেধে পালাক্রমে তাকে ধর্ষণ করে।
ধর্ষকরা পালিয়ে যাওয়ার পর ওই তরুণীর চিৎকার শোনে এলাকার লোকজন ছুটে এসে ধর্ষিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করেন। এরপর শনিবার রাতেই ওই ভুক্তভোগী ধামরাই থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে রোববার ভোরে ধামরাইয়ের নান্দশ^রী এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ ও মোস্তফা নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ ও মোস্তফাকে গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।