sliderখেলা

মেসির সাথে খেলবেন এরদোগান

কোপা আমেরিকার দুঃস্বপ্নের পর বল হাতে প্রথম মাঠে নামছেন আর্জেন্টিনার ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তবে এতটুকুই নয়, তার সাথে তখন মাঠে থাকবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান!
হ্যাঁ, ঠিকই শুনছেন। মেসির সাথে এই প্রীতি ম্যাচে অংশ নিবেন তুর্কি প্রেসিডেন্ট।
আগামী ১৬ জুলাই তুরস্কের দক্ষিণাঞ্চলে আতালিয়া প্রদেশে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একসাথে ৩৩ হাজার দর্শক ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এই ম্যাচে অংশ নিবেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার, থাকবেন ইডেন হ্যাজার্ডও।
এতে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। থাকবেন লুইস সুয়ারেজ, ফ্রান্সেসকো টোটি, মাইকেল এসিয়েন, জাভি, পিয়েরিসহ তুর্কি তারকা আদরা তুরান।
সাবেক বার্সেলোনা তারকা স্যামুয়েল ইটো’ও
আফ্রিকার শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা দেয়ার জন্য ইটো’ও প্রাইভেট ফাউন্ডেশন এর আয়োজন করছে। শনিবার ক্যামেরুনিয়ান ফুটবলার স্যামুয়েল ইটো’ও এর ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে কথা জানান হয়।
ইটো বর্তমানে তুরস্কের আতালিয়াস্পোর দলের হয়ে খেলছেন। এর আগে তিনি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়েছেন।
ইটো’ও ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দক্ষিণ আফ্রিকা থেকে পরিচালিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button