sliderখেলা

মেসির পাশে আবার তেভেজ-হিগুয়েন

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার ব্যর্থতার পরই জাতীয় দল থেকে বাদ পড়েছেন গঞ্জালো হিগুয়েন। বিশ্বকাপের বাছাই পর্বের শুরুতে আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি হিগুয়েনের৷ তার ওপর ভরসা রাখতে পারেননি কোচ এডগার্ডো বাউজা। অনেকেই মনে করেছিলেন আর্জেন্টিনা দলে শেষ হিগুয়েন অধ্যায়।
কিন্তু মেসিদের নতুন কোচ এবার নিজেই আশার বাণী শোনালেন নাপোলি স্ট্রাইকারকে। বাউজা বললেন, হিগুয়েনকে ভবিষ্যতে জাতীয় দলে ডাকতেও পারেন তিনি। শুধু হিগুয়েইনই নন, বাউজা আশার বাণী শুনিয়েছেন আরেক স্ট্রাইকার কার্লোস তেভেজকেও। গত বছরের অক্টোবরের পর আর আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে চাপাননি তেভেজ। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দু’ম্যাচের ফলই হয়তো বাউজাকে নতুন করে ভাবিয়েছে। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারালেও দ্বিতীয় ম্যাচে মেসিহীন আর্জেন্টিনা ড্র করেছে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে। এরই মধ্যে নতুন ক্লাব জুভেন্তাসের হয়েও দারুণ ফর্মে আছেন হিগুয়েন।

Related Articles

Leave a Reply

Back to top button