চলতি সপ্তাহে নেইমারের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী শুল্ক পরিশোধের পর বার্ষিক বেতন ২৫ মিলিয়ন ইউরো পাচ্ছেন ব্রাজিলিয়ান অধিনায়ক।
অপরদিকে বর্তমানে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক পাচ্ছেন রেকর্ড ২২ মিলিয়ন ইউরো। এমনটাই দাবি করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মার্কা’।
সদ্য ক্লাব ছেড়ে যাওয়া ইব্রাহিমোভিচের জায়গায় নেইমারকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল পিএসজি। সে জন্য তারা ৪০ মিলিয়ন ইউরো প্রদান করতে চেয়েছিল বলে গুঞ্জন উঠেছিল। তার আগেই নেইমারকে বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের মর্যাদা দেয় বার্সা।
পিএসজি ছাড়াও নেইমারকে দলভুক্ত করতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত মেসির চেয়ে বড় অঙ্কের টাকা পেয়ে বার্সাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।