খেলা

মেসিকে ছোঁয়ার দিনেও রোনালদোকে ঘিরে বিতর্ক

বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আরো একবার তার হাতেই কি উঠবে ব্যালন ডি’অর? এই প্রশ্নের উত্তরের অপেক্ষা যখন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তখন ঝড় উঠে যায় খেলোয়াড়দের সরঞ্জাম প্রস্তুতকারী একটি সংস্থার ছবি ঘিরে৷
ওই সংস্থার তরফে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা হয়৷ সেখানে বুটের ছবি দিয়ে লেখা ‘কুইন্তো ত্রিয়ামফো’৷ যার মানে হল পাঁচবারের বিজেতা৷ আর বুটের নিচে লেখা ‘সিআর সেভেন ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭’৷ ফলে তখনই প্রশ্ন ওঠে ওই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা কী করে এতটা নিশ্চিত হলেন, যে রোনালদোই ফের ফরাসি ক্রীড়া পত্রিকা ফ্রান্স ফুটবলের দেয়া ওই পুরস্কার পাচ্ছেন৷
সন্ধ্যা থেকে শুরু হওয়া সেই বিতর্ক নতুন মাত্রা পায় এবারের ব্যালন ডি’অর পুরস্কারের বিজেতার নাম ঘোষণা হওয়ার পর৷ দেখা যায় সিআর৭-ই পেয়েছেন ওই পুরস্কার৷ ফলে নতুন করে প্রশ্ন ওঠে, তাহলে কি সব আগে থেকেই ঠিক করা ছিল৷ ভোটিংটা কি লোক দেখানো? সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই মেসি ও রোনালদো সমর্থকদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়৷
এই বিতর্কে আরো ইন্ধন জুগিয়েছে রোনাল্ডোর ক্লাব রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের বক্তব্য৷ তার কথায়, ‘‘রোনালদো যে সবচেয়ে সেরা তাতে কোনো সন্দেহ নেই৷’’ এখানে না থেমে তিনি আরো বলেছেন, ‘‘ইতিহাস অনুযায়ী রোনালদোই সবচেয়ে বেশি গোল করেছে আর কিছু দিন আগেই ও ‘‘দ্য বেস্ট’’ হয়েছে৷’’ তার মন্তব্য অনুযায়ী নাইকি এমন ছবি প্রকাশ্যে এনে কোনো ভুলই করেনি৷
অন্যদিকে রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী মেসি মনে করেন রোনালদো ব্যালন ডি’অর পাওয়ার কোনো যোগ্যতা নেই৷এ কথা তিনি ‘দিয়ারিও গোল’ নামে স্প্যানিশ প্রকাশনকে জানিয়েছেন৷ মেসি মনে করছেন রোনাল্ডো অতিরিক্ত অনেক সুবিধা পাচ্ছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button