sliderস্থানীয়

মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে ধলেশ্বরী নদীতে ডুুবে বাবা মেয়ে নিখোঁজ

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন বাবা ও মেয়ে। নিখোঁজ বাবা ব্যবসায়ী মোঃ মহিদুর রহমান (৫৫) এবং মেয়ে রাফসা (১২)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবা-মেয়ে কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইসতিয়াক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এসময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। অতঃপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও ডুবে যান। খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করছেন।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button