
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম। উপজেলার ফুলহারা গ্রামের দরিদ্র কৃষক নূরুল ইসলামে মেয়ে সাদিয়া সারভাইক্যাল রিপ রোগে আক্রান্ত। সাত সদস্যের সংসারে ভরণ পোষণ করাই দরিদ্র নুরুল ইসলামের হিমশিম অবস্থা। দীর্ঘদিন যাবত ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে তিনি অনেকটাই নিঃস্ব। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছিলেন না পরিবার।
বিষয়টি নজরে আসে স্থানীয় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের।
গতকাল তিনি এই অসুস্থ সাদিয়ার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা বাবদ ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় এমপি দুর্জয় বলেন, মিনার উন্নত চিকিৎসার জন্য তিনি সবসময় পাশে থাকবেন। সমাজের অবস্থাসম্পূর্ণ মানুষকে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সাদিয়ার প্রাথমিক চিকিৎসা গুরুত্বের সাথে করতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম লেবু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শুভ আহমেদ টোকন।