সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৮-১৯) ভর্তি পরীক্ষা শুক্রবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে। এ বছর মোট পরীক্ষার্থী ৬৬ হাজার।
এদিন পরীক্ষা হলে শিক্ষার্থীসহ কর্তব্য পালনকারী কর্মকর্তা-কর্মচারী মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ও ঘড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। শিক্ষার্থীদেরকে প্রবেশপত্রে উল্লিখিত নির্দিষ্ট ধরনের কলম নিয়ে প্রবেশ করতে হয়। তবে কেন্দ্রের ভেতরে যোগাযোগের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঁচটি অ্যানালগ মোবাইল ফোন সরবরাহ করা হয়।
দেশের ৩৬টি সরকারি মেডিক্যাল কলেজ এবং ৬৯টি বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ১০ হাজার। ঢাকা মহানগরীতে ৯টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের কেন্দ্রগুলোতে ৯ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন এছাড়া ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্র দু’টিতে ৫ হাজার ৭৪১ জন, ইডেন মহিলা কলেজে ৬ হাজার, তেজগাঁও কলেজে ৮ হাজার, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।