মেজর এম.এ জলিল এর স্মরণ সভা অনুষ্ঠিত
পতাকা ডেস্ক : আজ ২৩ নভেম্বর ২০২৪ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব হল রুমে সেক্টর কমান্ডার জাতীয় সমাজতান্ত্রিক দল এর প্রথম সভাপতি মেজর এম.এ জলিল (অব:) এর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, আবুল হাসিব খান, রাজেকুজ্জামান রতন, সরদার আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, কামাল উদ্দীন আহমেদ(ভিপি কামাল) প্রমুখ।
সভাপতি করেন মরহুম মেজর এম এ জলিল স্মৃতি পরিষদ এর আহবায়ক ব্যারিস্টার রোমেল চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত মেজর এম এ জলিল এর ৩৫ তম মৃত্যু বার্ষিক উপলক্ষে স্মরণ সভায় বক্তারা মেজর এম এ জলিল কে স্বাধীনতা সংগ্রামের অবদানে মরণোত্তর খেতাব ও বরিশাল বিমানবন্দরে নাম মেজর এম এ জলিল এর নামে করার দাবি জানান।