sliderআন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোর নির্বাচনে বামপন্থী লোপেজ এগিয়ে

মেক্সিকোর নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বামপন্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রেডর।
সোমবার বুথফেরত জরিপকারী সংস্থা প্যারামেট্রিয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, মেক্সিকো সিটির সাবেক মেয়র লোপেজ অব্রেডর আনুমানিক ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্য সব জরিপেও তিনি এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বীদের তুলনায়।
ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে আন্তোনিও মিদ বলেন, তিনি ফলাফল মেনে নিয়েছেন এবং লোপেজকে শুভেচ্ছা জানিয়েছেন। হোসের দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি (পিআরআই) অর্ধশতক ধরে মেক্সিকোর রাজনীতি প্রভাবশালী।
সংরক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) প্রার্থী রিকার্দো আনায়া পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনিও লোপেজকে শুভেচ্ছা জানান।
ভোটের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করা হয়নি।
রোববারের ভোট গ্রহণকে কেন্দ্র করে মেক্সিকোর রাজনীতিতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। সহিংসতায় ১৩০ জনের বেশি রাজনৈতিক প্রার্থী ও কর্মী নিহত হয়েছেন।
লোপেজ অব্রেডরকে অনেক সময় তাঁর নামের আদ্যাক্ষর দিয়ে বা আমলো নামে ডাকা হয়। এর আগে দুই নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু এবার মনে হচ্ছে, পিআরআই ও পিএএনের প্রভাব কমে যাচ্ছে।
লোপেজ অব্রেডর ভোটের আগে প্রশাসনে দুর্নীতি, বেতন বৃদ্ধি ইত্যাদির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button