মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ১৫

মেক্সিকোর শিল্পাঞ্চল সালামানকার একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত ও সাতজন আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটেছে বলে আইনজীবী অফিসের মুখপাত্র হুয়ান হোসে মার্টিনেজ বার্তা জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারী অস্ত্র নিয়ে কয়েকজন বন্দুকধারী লা প্লেয়া নাইটক্লাবে শনিবার এ হামলা চালায়। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
কেউ এ হামলার দায় স্বীকার করেনি। বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই নাইটক্লাবটি গুয়ানজুয়াতো অঞ্চলে অবস্থিত। যে অঞ্চলটি তেল চুরির সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের আখড়া বলে পরিচিত। ধারণা করা হচ্ছে তারাও এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
দেশটির গুয়ানাজুয়াতো স্টেটের প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নাইট ক্লাবের ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য দুই জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
বিজ্ঞাপন