
স্যুয়ারেজ লাইন থেকে অবশেষে লাশ হয়ে ফিরল মিরপুরের শিশু জুনায়েদ হোসেন সাব্বির। দীর্ঘ ১৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল ১০টার পর তার লাশ উদ্ধার করতে সমর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশু সাব্বির মিরপুর কমার্স কলেজের পেছনের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়। রাতে শিশুটিকে উদ্ধার করা যায়নি।
এরপর শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে তারা এ উদ্ধার অভিযান আবার শুরু করে। সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরীরা শিশু সাব্বিরের লাশ উদ্ধার করে।