sliderখেলা

মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটের ট্যালেন্ট : মুরালিধরন

প্রশংশায় ভাসছেন আন্তর্জাতিক অঙ্গনের পর সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মাতানো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সেই জোয়ারে এবার মুস্তাফিজকে ভাসালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। ফিজের প্রশংসা করে মুরালিধরন বলেন, ‘বিশ্ব ক্রিকেটের অন্যতম এক ট্যালেন্ট মুস্তাফিজুর।’

যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবির) ২০২০ ভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিজের প্রশংসা করেন মুরালি।

আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়ার পর থেকেই পারফরমেন্সে ঝলক দিয়ে ভুরি ভুরি প্রশংসা কুড়িয়েছেন মুস্তাফিজুর। সেই পারফরমেন্সের তোপে আইপিএলের নিলামে ফিজকে নিয়ে কাড়াকাড়ি করে দলগুলো। সেই লড়াইয়ে জিতে মুস্তাফিজকে দলে নেয় সানরাইজার্স হায়দারাবাদ।

স্কোয়াডে নাম তুলেই পারফরমেন্সের জন্য উদগ্রীব থাকেন মুস্তাফিজুর। সেই প্রমাণ পাওয়া গেছে মূল লড়াইয়ে। পুরো আসরে ১৬ ম্যাচে ৬১ ওভারে ৪২১ রান দিয়ে ১৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। ইকোনমি রেট ৬.৯০। তাই দর্শকদের সর্বোচ্চ ভোপে টুর্নামেন্টের উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

মুস্তাফিজুরের এমনসব অর্জন কাছ থেকেই দেখেছেন মুরালিধরন। কারণ ফিজের দল সানরাইজার্স হায়দারাবাদের বোলিং কোচ ছিলেন তিনি। তাই মুস্তাফিজকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মুরালি বলেন, ‘মুস্তাফিজ সর্ম্পকে কি আর বলবো। সে বিশেষ মেধাবী একজন বোলার। বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ একজন ট্যালেন্টের নাম।’
তবে মুস্তাফিজের প্রতি অনেক বেশি খেয়াল রাখার পরামর্শও দিয়েছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক মুরালি, ‘মুস্তাফিজুরের মত ট্যালেন্টকে অনেক বেশি পরিচর্যা করতে হবে। যাতে সে ভবিষ্যতে অনেক দূর যেতে পারে।

এজন্য তাকে অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে। তিন ধরনের ফরম্যাটেই অনেক বেশি ম্যাচ খেলতে হবে এবং ইনজুরির ব্যাপারে সজাগ থাকতে হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button