sliderখেলা

মুস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত খেলার দিন-হিথ স্ট্রিক

ইনজুরির কারণে এশিয়া কাপে পাকিস্তান ও ফাইনালে ভারতের বিপক্ষে, এমনকি ষষ্ঠ টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রাউন্ড ও সুপার টেনের প্রথম ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশের পেস অ্যাটাকের সেনসেশন মুস্তাফিজুর রহমান। তাই তার অভাবটা ভালোই টের পাচ্ছে বাংলাদেশ দল। তবে ম্যাচের জন্য ফিট হতে সর্বাত্মক চেষ্টা করছেন মুস্তাফিজুর নিজেও। সাথে বাংলাদেশের স্টাফরাও। এখন বেশ সুস্থতার পথেই মুস্তাফিজুর। তার সর্বশেষ অবস্থা সর্ম্পকে সুখবরই দিলেন বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক, ‘মুস্তাফিজুরের অবস্থা ভালো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হবে।’
ঢাকা থেকে ধর্মশালা। এরপর কোলকাতা থেকে ব্যাঙ্গালুরু। ইনজুরি থাকা সত্ত্বেও বাংলাদেশ দলের সাথেই আছেন মুস্তাফিজুর। দলের অপরিহার্য খেলোয়াড় বলেই দলের সঙ্গী তিনি। দলের অন্যান্য সর্তীথরা যখন লড়াইয়ের মঞ্চে, তখন নিজের ফিটনেস ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করছেন মুস্তাফিজুর। আপ্রান চেষ্টায় আছেন দলের স্টাফরা।
ব্যাঙ্গালুরুতেও নিজেদের চেষ্টাতে বাদ যাননি মুস্তাফিজুর ও দলের স্টাফরা। শুক্রবার পুরো বাংলাদেশ দল না করলেও, মুস্তাফিজুর করেছেন অনুশীলন। কারণ ম্যাচ খেলার জন্য অস্থির হয়ে উঠেছেন তিনি। ফিজিও ভিল্লাভারায়ান ও বায়েজীদ ইসলামকে নিয়ে নিজের অনুশীলন পর্ব শেষ করেন মুস্তাফিজুর। অনুশীলনে ছিলেন স্ট্রিকও।
মুস্তাফিজুরের ব্যাপারে স্ট্রিক বলেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচের জন্য আমরা তাকে প্রস্তুত করার চেষ্টা করছি। চূড়ান্ত সিদ্বান্ত আমরা ম্যাচের দিন। তবে এখন সবকিছু খুবই ভালো মনে হচ্ছে। তার অবস্থা ভালো। আজ সে ৪ ওভার বল করেছে। কোন ব্যথা অনুভব করেনি। ম্যাচের দিন আমরা শতভাগ নিশ্চিত হতে পারবো। আজ পুরো গতির কাছাকাছি বোলিং করেছে সে। এছাড়া আসল বিষয় হলো, মুস্তাফিজুরের আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া। প্রায় ৩ সপ্তাহ হলো সে বোলিং করছে না। ছন্দ ফিরে পেতে হবে তাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তৈরি করা হচ্ছে মুস্তাফিজুরকে। তবে ম্যাচে মুস্তাফিজুর খেললে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানালেন স্ট্রিক, ‘এটি খুবই ভালো ব্যাটিং উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে ওকে দ্রুত মানিয়ে নিতে হবে। ব্যাঙ্গালুরু সবসময়ই বড় রানের মাঠ। ব্যাটিং-এর জন্য সেরা। সব বোলারের জন্যই চ্যালেঞ্জ হবে।’
আগামী ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরেছিলো টাইগাররা। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button