শ্রীলঙ্কার ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও অধিনায়ক মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরলো মোহামেডান স্পোটিং ক্লাব। তৃতীয় রাউন্ডের ম্যাচে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।
রোববার সন্ধ্যার বৃষ্টির কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আউটফিল্ড খেলার অনুপযোগী থাকায় সোমবার খেলা হয়নি মোহামেডান ও রুপগঞ্জের। তাই ম্যাচটি রির্জাভ-ডে’তে গড়ায়। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন মোহামেডানের অধিনায়ক মুশফিকুর। নাইম ইসলাম জুনিয়র ও হাবিবুর রহমানের বোলিং নৈপুন্যে ২১২ রানেই অলআউট হয় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার মিজানুর রহমান। এছাড়া জুনায়েদ সিদ্দিকি ৩৯ ও মোশাররফ হোসেন ২৪ রান করেন। মোহামেডানের পক্ষে নাইম ৪টি ও হাবিবুর ৩ উইকেট নেন।
জবাবে থারাঙ্গার ৭১ ও মুশফিকুরের অপরাজিত ৫১ রানে ২৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় মোহামেডান। থারাঙ্গার ৯৯ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কার মার ছিলো। আর ৬৪ বল মোকাবেলা করে ৩টি চার ও ২টি ছক্কা হাকান মুশফিকুর। ম্যাচের সেরা হয়েছেন মুশফিকুর।
নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৭৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছিলো মোহামেডান। তবে দ্বিতীয় ম্যাচেই ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের কাছে ২ উইকেটে হার মানে তারা।
আর ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের সাথে প্রথম ম্যাচ টাই করার পর দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। নয়া দিগন্ত