মুশফিকদের ভারত সফর ফেব্রুয়ারিতে

চলতি বছরের সেপ্টেম্বরে একটি টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর কথা ছিলো ভারতের। কিন্তু ব্যস্ত সূচির কারণে তা পিছিয়ে নেয়া হয় ২০১৭ সালে। সঠিক সময়টা অজানাই ছিল।
শুক্রবার বোর্ড অব ক্রিকেট কনট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, ফেব্রুয়ারিতেই ভারতে যাবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
ভারতে ইংল্যান্ড সফরকে সামনে রেখে ম্যাচের সূচি প্রকাশ করে বিসিসিআই। সেখানেই বলা হয়েছে বাংলাদেশের কথা। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের নয় তারিখ থেকে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরপরই ভারতে সফর করবে মুশফিকবাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত ভারতের বিপক্ষে ইংল্যান্ড সিরিজ চলবে। এরপর ভারতে অস্ট্রেলিয়া দলের সফর করার কথা। কিতু এর মাঝে ১০-১৫ দিন ফাঁকা পাবে বিরাট কোহলি-ইশান্ত শর্মারা। এই ছুটির মধ্যেই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত করতে চায় বিসিসিআই।
শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কায় সফরের ব্যাপারে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, মাশরাফিরা পূর্ণাঙ্গ সিরিজ খেলে নিউজিল্যান্ড থেকে ফিরবেন ২৪ জানুয়ারির পর।
সূত্র : প্রিয়.কম