মুক্তি পেলেন উইকিলিকসের গোপন তথ্যদাতা চেলসিয়া
উইকিলিকসের মাধ্যমে কয়েক লাখ গোপন নথি ফাঁসের অভিযোগে গ্রেপ্তার মার্কিন সামরিক বাহিনীর সদস্য চেলসিয়া ম্যানিং মুক্তি পেয়েছেন।
বিবিসি জানায়, গত মে মাস থেকে ভার্জিনিয়ার একটি কারাগারে বন্দী ছিলেন। শুক্রবারে তাকে আদালতে হাজিরা দেয়ার কথা ছিল। তবে বিচারক জানান, তাকে আর সাক্ষ্য দেয়ার প্রয়োজন নেই।
২০১০ সালে মার্কিন সামরিক বাহিনীর ও কূটনৈতিক প্রায় সাত লাখ গোপন নথি রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের হাতে তুলে দেন ম্যানিং। রুপান্তরকামী চেলসিয়ার তখন নাম ছিল ব্র্যাডলি। পরে তিনি হরমোন পরিবর্তন করেন।
তথ্য ফাঁসের অভিযোগে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছিল মার্কিন আদালত। কারাগারে তিনি দু’বার আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার বিদায়কালে ম্যানিংয়ের শাস্তি মওকুফ করে যান। এর আগে অবশ্য তার মুক্তির জন্য সোয়া লাখ মানুষের স্বাক্ষর করা একটি আবেদন ওবামার কাছে পেশ করা হয়েছিল।
তবে তদন্তে সহযোগিতার অস্বীকার করায় তাকে আড়াই লাখ ডলার জরিমানা করা হয়। তার আইনজীবী জরিমানা মওকুফের দাবি জানালেও তা পুরোপুরি আদায় করা নির্দেশ দেন বিচারক।