খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ০৩ জানুয়ারি ২০২৩ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার ইউনিয়নের গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ইউনিয়নের গরীব অসহায় প্রতিবন্ধী বিধবা ও বয়স্কদের মাঝে প্রায় ২০০টি কম্বল বিতরণ করেন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার।
এই শীতে কম্বল পেয়ে কাসেমপুর ইউনিয়নবাসী আনন্দিত ও উল্লাসিত, ইউনিয়নের সাধারণ জনগণ বলেন এই শীতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কম্বল উপহার দিয়েছেন তাই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে এই কম্বল উপহার দেয়ার জন্য।
কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন মেম্বার মোঃখায়রুল ইসলাম, শামসুল হক,আল ফারুক, মোঃ হাফিজ খান, নূর ইসলাম, ইস্তাফিজুর ইসলাম, আতিকুর রহমান, আনিজ ফরাজি, জিয়াউর রহমান, খলিলুর রহমান, আব্দুল মোতালেব, ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান, আরো উপস্থিত ছিলেন মহিলা মেম্বার জুমা আক্তার ও লাইলি বেগম। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।