sliderমহানগরশিরোনাম

মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান

পতাকা ডেস্ক: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠে অবৈধভাবে গড়ে ওঠা মেলা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে মেলার অন্তত ১৫০টি স্টল ও রাইড গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম।

মাঠটিতে বিনা অনুমতিতে মেলা আয়োজনের খবর পেয়ে ডিএনসিসি দ্রুত পদক্ষেপ নেয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন, “আমরা জানতে পারি, মিরপুর প্যারিস রোড মাঠে অনুমতি ছাড়া অবৈধভাবে একটি মেলা চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, ডিএনসিসি এলাকায় কোনো মাঠ বা পার্ক দখল করে অনুমতি ছাড়া মেলা আয়োজনের সুযোগ নেই। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button