sliderস্থানীয়

মিরপুরে জাতীয় পার্টির শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাতীয় পার্টির(কাজী জাফর)উদ্যোগে এক শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে মিরপুর বাজার ঈগল চত্বরে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মোজাম্মেল হক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব জাতীয় পাটি (কাজী জাফর), সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহসান হাবিব লিংকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নিরাপদ সড়ক চাই সভাপতি মোঃ কে এম জাহিদ হোসেন, মিরপুর উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি সিনিয়র সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল রশিদ জুয়েল ও উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মমিন মল্লিক প্রমুখ। এছাড়াও উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময়ে পরিচালনা করেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক ও সার্বিক আয়োজনে ছিলেন মিরপুর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button