sliderঅপরাধশিরোনাম

মিরপুরে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণ : গোলাগুলি

রাজধানীর মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বোমার বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে।।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ তারা শুনতে পেয়েছেন। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ছে। ওই বাড়ি থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হতে দেখা গেছে।
এর আগে রাত ৮টার দিকে অবস্থানরত জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হলেও এই বিস্ফোরণের ঘটনা থেকে ধারণা করা হচ্ছে- জঙ্গিদের সঙ্গে র‌্যারেব গোলাগুলি চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীদের নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এর আগে র‌্যাবের পক্ষ থেকে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তিনি র‌্যাবের কাছে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চায়।

Related Articles

Leave a Reply

Back to top button