sliderরাজনীতিশিরোনাম

মিরপুরে এবি পার্টি স্টুডেন্টস উইং’র মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত

এবি পার্টি স্টুডেন্টস উইং’র উদ্যোগে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর মিরপুরে মতবিনিময় সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার এবি পার্টির উদ্যোগে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের সাথে রাজধানীর মিরপুরে মতবিনিময় এবং ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এ্যাডভোকেট আলতাফ হোসাইন, এবি পার্টির মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির।

এবি পার্টির ছাত্র বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ প্রিন্সের সভাপতিত্বে,মুয়াদ আহমেদ ও এম.ই.এফ প্রত্যয়ের যৌথ পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, গাজী সাবের আহমেদ, তানজিমা রায়হান স্টুডেন্ট উইংয়ের কেন্দ্রীয় সহকারী সমন্বয়ক হাসিবুর রহমান খান,মিরপুর ইউনিটের সমন্বয়ক মহিবুল্লাহ মাসনূন,ফাহিম শাহরিয়ার,ফয়সাল কবির,রাফসান তূর্য,সাজ্জাদ মামুন,সাদাত জাহান,জাহিদ হাসান,সাবিক রহমান,সাইদ নাহিয়ান,ইমন আহমেদ,এমএইচ সুলতান,ইসতিয়াক আহমেদ,মোঃসামিউর,নাহিদুল রাফি,হাবিব হাসান,আইমান আবেদিন,জায়েদ আলম,মুস্তাফিজুর রহমান সামী সাফওয়ান সাইহাম,জুলকারনাইন তাসিন,রাশেদুল কবির,এসএইচ হিমেলআবতাহী সাহহার,কবির আহমেদ,প্রত্যয় হাসান,আলভি আহমেদ,তাহসিন মাহমুদ, রাফসান জাহিদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button