sliderশিরোনামশ্রমিক

মিরনজিল্লা হরিজন সিটি কলোনী শ্রমজীবী জনগণের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে– জাতীয় মুক্তি কাউন্সিল

গতকাল ১০ জুলাই মিরনজিল্লা হরিজন সিটি কলোনীতে কাউন্সিলর আউয়াল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে জাতীয় মুক্তি কাউন্সিল আজ ১১ জুলাই বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন মিরনজিল্লা হরিজন সিটি কলোনী জমি রক্ষা আন্দোলনের সংগঠক ও জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সংগঠক হেমন্ত দাষ,বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সভাপতি কৃষ্ণা লাল,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন( টাফ) ঢাকা অঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন,রবিদাস ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রবি মোহন,বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ-সভাপতি দীপা মল্লিক ও মিরনজিল্লা হরিজন সিটি কলোনী উচ্ছেদে আক্রান্ত ঘরহারা বিথী রাণী।

বিক্ষোভ সমাবেশে ফয়জুল হাকিম বলেন,মিরনজিল্লা হরিজন সিটি কলোনীতে গতকাল ১০ জুলাই সিটি করপোরেশন কাউন্সিলর আউয়ালের নেতৃত্বে সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তা ছিল পূর্ব পরিকল্পিত।হামলায় শিশু,নারীসহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন।হামলা মামলা করে মিরনজিল্লার হরিজন বাসিন্দাদের প্রতিরোধ আন্দোলন দমন করা যাবে না।
আজকের সমাবেশ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায় বলে তিনি বলেন,মিরনজিল্লা হরিজন সিটি কলোনী আজ সারাদেশের শোষিত বঞ্চিত নিপীড়িত গরীব শ্রমজীবী জনগণের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। মিরনজিল্লার সংগ্রাম তাই সারা দেশের গরীব জনগণের বাসস্থানের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।

হেমন্ত দাষ বলেন,গত ৪ জুলাই একাত্তর টেলিভিশনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ফজলে নূর তাপস মিরনজিল্লা হরিজন সিটি কলোনীবাসীদের সম্পর্কে যে অসত্য ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে।মিরনজিল্লা হরিজন সিটি কলোনীতে “মাদকের আড্ডা” হয় এই তথ্য তিনি কোথায় পেয়েছেন?

কৃষ্ণ লাল বলেন,মিরনজিল্লা হরিজন সিটি কলোনীতে আমরা বংশপরম্পরায় ৪ শত বছর ধরে বসবাস করে আসছি।পাকিস্তানি আমলেও আমাদের কেউ উচ্ছেদ করতে আসেনি। আজ বাংলাদেশে হাসিনা সরকারের আমলে আমরা উচ্ছেদের শিকার হয়েছি। এই উচ্ছেদ কার্যক্রম প্রতিরোধ করতে আমাদের রাস্তায় নামতে হবে।

দেলোয়ার হোসেন বলেন,বাংলাদেশ আজ লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজদের দেশে পরিণত হয়েছে। এই লুটেরাদের একাংশের দৃষ্টি এখন মিরনজিল্লা সিটি কলোনীর জমির উপর।এদের রুখে দাঁড়াতে হবে।

রবি মোহন তার বক্তব্যে মিরনজিল্লা হরিজন সিটি কলোনীর জমি রক্ষার আন্দোলনের পক্ষে দাড়ানোর জন্য সকল গণতান্ত্রিক সংগঠনের প্রতি আহবান জানান।

দীপা মল্লিক মিরনজিল্লা হরিজন সিটি কলোনীর ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন,ছাত্র সমাজ হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের সাথে থাকবে।

বিথী রাণী অবিলম্বে মিরনজিল্লায় হামলার জন্য দায়ীদের গ্রেফতারের জোর দাবী জানান।

সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button