sliderস্থানীয়

মিনহাজকে আহ্বায়ক করে গোয়াইনঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গোয়াইনঘাট প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিক্তিতে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক এম এ মতিন, মো. জাকির হোসেন, আবুল হোসেন ও আমির উদ্দিনকে আহ্বায়ক কমিটির সদস্য করে ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আয়োজিত সাধারণ সভায় শুরুতেই বর্তমান কমিটি বিলুপ্ত করেন সংগঠনের সভাপতি এমএ মতিন। প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মালিক, সাবেক সভাপতি মনজুর আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী, সদস্য নজরুল ইসলাম, বেলাল উদ্দিন, আবুল হোসেন, আমির উদ্দিন ও সংগঠনের সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button