sliderঅপরাধ

মায়ের হাতেই খুন হয়েছে বনশ্রীর দুই শিশু-র‌্যাব

নিজস্ব প্রতিনিধিঃ গত সোমবার রাতে রাজধানীর বনশ্রীতে নিহত দুই শিশুকে তাদের মা মাহফুজা মালেক’ই হত্যা করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, বিবাহবহির্র্ভূত সম্পর্কের জের ধরে শিশু দুটির মা মাহফুজা মালেক জেসমিন জানিয়েছেন আপন দুই সন্তান নুসরাত আমান অরনী (১২) ও আলভী আমানকে (৬) নিজেই হত্যা করেছেন। র‌্যাব জানায়, ঘটনার দিন বিকেল ৫টার দিকে শিশু দুটিকে হত্যা করা হয় বলেও জানিয়েছেন তাদের মা।
বুধবার দুই ভাইবোন অরনী ও আলভীকে খুনের ঘটনায় নিহতদের বাবা-মা ও খালাকে তাদের গ্রামের বাড়ী থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে দুই শিশুর ময়না তদন্তকারী চিকিৎসক প্রদীপ বিশ্বাস রামপুরা থানায় ময়না তদন্তের রিপোর্ট জমা দেন। তাতে শিশু দুটিকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
নিহত নুসরাত আমান অরনী(৯) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ও আলভী আমান(৬) হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র ছিলো।

Related Articles

Leave a Reply

Back to top button