
প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিনে বল হাতে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সবচেয়ে ভালো দিন কাটালেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন ডানহাতি এই অফস্পিনার।
এটাই তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা সাফল্য। ঘরোয়া এই ফরম্যাটে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিলেন রিয়াদ। ১৯৮ লিস্ট ‘এ’ ম্যাচ খেলার পর প্রথমবার পাঁচ উইকেটের দেখা পেলেন তিনি।
এর আগে তার সেরা বোলিং ছিল ৪/৭৫। তবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের তোপে ৫ উইকেট উদযাপন করা হয়নি রিয়াদের। শুরু থেকেই তার দলের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেয়া প্রাইম ব্যাংক বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রানের পাহাড় গড়েছে।
ওপেনার শানাজ আহমেদ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরির সাথে আছে সাব্বির রহমানের সেঞ্চুরি – সব মিলিয়ে ৩১৮ রান তুলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাই ৫ উইকেটের উদযাপনের আগে প্রতিপক্ষের দেয়া বড় লক্ষ্য নিয়েই ভাবতে হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অধিনায়ককে।
এছাড়া পাঁচ উইকেট নেয়ার পথে রিয়াদ যে খুব কৃপন ছিলেন তেমনও নয়। শেখ জামালের সবচেয়ে খরুচে বোলার তিনিই। ১০ ওভারে ৬৬ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। অন্য বোলারদের ইকোনমি এরচেয়ে বেশি থাকলেও রিয়াদই সবচেয়ে বেশি রান দিয়েছেন।
এদিন অবশ্য কেউই সুবিধা করতে পারেননি। শেখ জামালের সব বোলারই প্রাইম ব্যাংকের বোলারদের তোপের মুখে পড়েছেন।ইকোনমি বিবেচনায় শেখ জামালের সবচেয়ে সফল বোলার ডানহাতি অফস্পিনার সোহাগ গাজী। ১০ ওভারে সবচেয়ে কম ৫৬ রান দিয়েছেন তিনি। কিন্তু, মেলেনি উইকেটের দেখা।
সব মিলিয়ে তাই রিয়াদই সফল। তবে প্রথম দিকের ঝড় থামাতে পারেননি শেখ জামাল অধিনায়ক। রিয়াদ যখন বল হাতে জ্বলে ওঠেন ততোক্ষণে দুই হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরি হয়ে গেছে। তবে শুভাগত হোম, তৈয়বুর রহমানদের জ্বলে ওঠার সুযোগ দেননি জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। নুরুল হাসানসহ এ দুজনই রিয়াদের শিকারে পরিণত হন। আর শেষের ওভারে গিয়ে তুলে নেন আরো ২ উইকেট।
সূত্র : প্রিয়.কম