sliderখেলা

মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা ইনিংস : শেখ জামালের সহজ জয়

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশার্ল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে চতুর্থ রাউন্ডের ম্যাচে সহজ জয় পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের পঞ্চম ম্যাচে শেখ জামাল ৯০ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে। লিগে শেখ জামালের এটি তৃতীয় জয়।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি শেখ জামাল। ৩৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। এরপর প্রাথমিক ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন মার্শাল ও মাহমুদুল্লাহ। সময় গড়ানোর সাথে সাথে উইকেটের সাথে সন্ধি করে ফেলেন দু’জনে। ফলে তাদের জুটির রান ছাড়িয়ে দুই শ’। শেষ পর্যন্ত ৩৯ ওভার মোকাবেলা করে জুটিতে ২০৩ রান করেন তারা। পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন দু’জনই। মার্শাল ১১৫ বলে ১০৩ ও মাহমুদুল্লাহ ১৩৯ বলে ১৩০ রান করেন। তাতে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ পায় শেখ জামাল। ক্রিকেট কোচিং স্কুলের মেহরাব হোসেন ৩ উইকেট নেন।

জবাবে শেখ জামাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০০ রানেই অলআউট হয় ক্রিকেট কোচিং স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক রাজিন সালেহ। এছাড়া সাইফ হাসান ৪৭ ও পিনাক ঘোষ ২৪ রান করেন। শেখ জামালের শফিউল ইসলাম, মুক্তার আলী ও জীবন মেন্ডিস ২টি করে উইকেট নেন।

ম্যাচের সেরা হয়েছেন শেখ জামালের মাহমুদুল্লাহ। সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Back to top button