করোনা পরিস্থিতি তীব্র আকার ধারন করেছে ব্রাজিলে। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই এখন দেশটির অবস্থান। ইতিমধ্যে ৩ লাখ ৬১ হাজার অধিক মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।
আলজাজিরা জানায়, ব্রাজিলে চরম করোনা পরিস্থিতিতেও সমর্থকদের নিয়ে লকডাউন মিছিল বের করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
নিজ বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে ওই মিছিলে যোগ দেন বলসোনারো। মুখে একটি সাদা মাস্ক পরে বের হলেও সমাবেশে উপস্থিত হয়ে সেটি খুলে ফেলেন।
এ সময় সামাজিক দূরত্বের বিধিনিষেধও মানেননি তিনি। সমর্থকদের সঙ্গে তিনি হাত মেলান, তাদের জড়িয়ে ধরেন এবং ছবি তুলেন।
শুরু থেকেই করোনাভাইরাসকে সামান্য ফ্লু হিসেবে বলে আসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। লকডাউনে ঘরে বন্দী থাকলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে তার অভিমত।
এর আগেও লকডাউন বিরোধী সমাবেশে দেখা গেছে। এমনকি শিশুদের সঙ্গে সেলফি তুলেছেন সামাজিক দূরত্ব না মেনে।
করোনা মোকাবিলায় বলসোনারোর সঙ্গে বিরোধ সৃষ্টি হওয়ায় গত কয়েক সপ্তাহে দুই জন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। এর মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে সাও পাওলোতে গণকবর খোঁড়ার দৃশ্য আন্তর্জাতিক মহলে আলোচনা তুলেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সরকারি হিসাব থেকেও কয়েকগুণ মানুষ মারা গেছে দেশটিতে।