sliderঅপরাধশিরোনাম

মাসে গড়ে ১০৮ নারী ও শিশু ধর্ষণের শিকার

চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে প্রায় ১০৮ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। নয় মাসে মোট ৯৭৫ নারী ধর্ষণের শিকার হয়েছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এ তথ্য জানায়।
সংগঠন দুটি ১১টি জাতীয় পত্রিকার খবর বিশ্লেষণ করে নারী ও শিশু ধর্ষণের এই তথ্য তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক।
সংগঠন দুটি নারী ও শিশু নির্যাতন দমনের জন্য নয় দফা দাবি জানিয়েছে। দাবি আদায়ে তারা বুধবার ৪০ জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবে। মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে।
নয় দফা দাবির মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করা, বিচার চলাকালে নির্যাতনের শিকার নারী ও শিশু এবং তাদের পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণ, ধর্ষণ, যৌন সহিংসতা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ ইত্যাদি।
সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম প্রমুখ।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Back to top button