বাংলাদেশের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। যার নাম ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সবাইকে একটা সময় বিদায় নিতে হয় এটাই প্রকৃতির নিয়ম। সেই নিয়মের মারপ্যাঁচে এবার এই ক্রিকেট তারকাকে বিদায় জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রস্তুতি নেয়ার খবর পাওয়া গেছে।
আগামী সেপ্টেম্বর মাসে মাশরাফির বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দেখতে পারে ক্রিকেট বিশ্ব। তার জন্য ঘরের মাঠে সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে বিসিবি।
জানা গেছে, ২০০১ সালে যে জিম্বাবুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, সেই জিম্বাবুয়ের বিপক্ষে হতে পারে নড়াইল এক্সপ্রেসের বিদায়। ত্রিদেশীয় সিরিজ বা ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেটও (জেডসি) আগ্রহী। কিন্তু অর্থ সংকটের কারণে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি জিম্বাবুয়ে।
প্রসঙ্গত, আইসিসি বরখাস্ত করলেও বাংলাদেশ সফরে আসতে বাধা নেই জিম্বাবুয়ের ক্রিকেট দলের।
এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত মত জানানোর জন্য তারা আরো কিছুদিন সময় নিয়েছে।’
বিসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘মাশরাফির বিদায়ী ম্যাচ আয়োজন নিয়ে আমরা কাজ করব। তবে এর আগে আমরা জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি। সেটি নিশ্চিত হলেই আমরা মাশরাফির বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারব।’
তিনি আরো বলেন, ‘এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি কিন্তু আইসিসির ফিউচার ট্যুরস প্রগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। কাজেই আমরা চাইলে এর সঙ্গে বাড়তি কিছু ম্যাচও যোগ করে নিতে পারি।’