বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে মালয়েশিয়ায়।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এক জাকজমকপূর্ণভাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও মালয়েশিয়া বিএনপির প্রকাশনা সম্পাদক এমডি মামুন বিন আব্দুল মান্নানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালয়েশিয়া যুবদল নেতা সরদার মুনসুরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহাম্মেদ শরীফ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
আরো বক্তব্য রাখেন পেশাজীবী দল মালয়েশিয়া শাখার সভাপতি মো: শেখ জালাল, কুয়ালালামপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো: এনায়েত হোসেন, কোতাদামান শাখার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, কোতাদামান সারা শাখার সহ সভাপতি মো: আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মিয়া, রাওয়াং শাখার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সায়েম, পেশাজীবী নেতা মো: সবুজ জামান, মলয়েশিয়া যুবদল নেতা মো: মুজাফ্ফার হোসেন, মো: কাউসার মাহমুদ শামিম, মো: রিয়াদ মল্লিক, আতিক মান্না, মো: টুটুল মিয়া, মো: তানভীর আহাম্মেদ, শরীফ জাহান, মো: কবির হোসাইন, মো: কামরুল হুসাইন, মো: কামরুল আহসান, মিঠু আহাম্মেদ, মো: বাবু, মো: আলি হোসেন, তুষার প্রমুখ।
যুবদল নেতা সরদার মুনসুর তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারুণ্যের অহঙ্কার দেশনায়ক তারেক রহমানের শুভজন্মদিন উপলক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু তারেক রহমানকে ধ্বংস করতে অবৈধ সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদেরকে শক্ত হাতে জালিম সরকারের জুলুম প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশা আল্লাহ।