নিজস্ব ভবন নির্মাণের জন্য বাংলাদেশকে স্থায়ী জমি বরাদ্দ দিয়েছে মালদ্বীপ সরকার। সেখানে বাংলাদেশ দূতাবাসের জন্য একটি চ্যান্সারি ভবন নির্মাণ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের সূত্রের বরাতে শনিবার দেশের সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, মালদ্বীপে বাংলাদেশের দূতাবাসের নিজস্ব কোনো ভবন নেই। এ কারণে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। যাতে মালদ্বীপ সরকার বাংলাদেশের দূতাবাসের জন্য জমি বরাদ্দ দেয়। তবে মালদ্বীপ ছোট দেশ হওয়ায় ও ভূমির অপ্রতুলতার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে দীর্ঘদিনের চেষ্টার পর মালদ্বীপ সরকার দেশটির হুলুমালে দ্বীপে বাংলাদেশের জন্য সাত হাজার ৮৪৮ স্কয়ার ফিটের স্থায়ী জমি বরাদ্দ দিয়েছে।
সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় রাষ্ট্রদূত আখতার হাবীবের কাছে স্থায়ী জমি বরাদ্দের অফিসিয়াল চিঠি হস্তান্তর করা হয়।